রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


করোনা উপেক্ষা করে ৪০০ কেজি ওজনের মাছ দেখতে ভিড়!


প্রকাশিত:
১০ এপ্রিল ২০২০ ০০:১২

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ২২:৩১

ছবি: সংগৃহীত

পিরোজপুরে নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪০০ কেজি ওজনের একটি সামুদ্রিক শাপলাপাতা মাছ। কাউখালীর কঁচা নদী থেকে ধরা পড়া ওই মাছটি বাজারে দুই লাখ টাকায় বিক্রি হয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার রাতে মাছটি বেকুটিয়া গ্রামের জেলে পিন্টুর জালে ধরা পড়ে। পরে কাউখালীর সততা ফিস (আড়ৎদার) তা কিনে বুধবার বাজারে তোলে।

এসময় করোনা পরিস্থিতি উপেক্ষা করে শত শত মানুষ মাছটি দেখার জন্য ভিড় জমাতে থাকেন।কাউখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা জানান, সংবাদ পেয়ে বাজারে উপস্থিত হয়ে মাছটিকে উপজেলার উত্তর বাজার বালুর মাঠে নিয়ে বিক্রি করার নির্দেশ দেই।

এসময় ক্রেতাদের নামের তালিকা তৈরি করে বাড়ি বাড়ি মাছ পৌঁছে দেওয়ার নির্দেশ দেয়া হয়।’ সততা ফিসের মালিক জানান, বাজারে মাছটি প্রতি কেজি ৫০০ টাকা দরে দুই লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

 

আরপি/এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top