রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


ইয়াবাসহ কাউন্সিলরের স্ত্রী আটক


প্রকাশিত:
১২ এপ্রিল ২০২০ ০১:৩৬

আপডেট:
৫ মে ২০২৫ ০৫:৩২

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি সীমা বেগমকে (৩৬) আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে মির্জাপুর সদরের কাকলীর মোড় থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক সীমা ধামরাই উপজেলার চৌহাট গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ও মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদুর রহমান শিপনের স্ত্রী।

পুলিশ জানায়, সীমা বেগম দীর্ঘদিন ধরে মির্জাপুরে ইয়াবা সেবন ও বিক্রি করে আসছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদরের কাকলীর মোড়ে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাকে আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যান। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মির্জাপুর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহমুদুল হাসান রাসেল বলেন, অভিযান চালিয়ে ইয়াবাসহ নারী মাদক কারবারি সীমা বেগমকে আটক করা হয়। শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে ২২ জুন ৫০০ পিস ইয়াবাসহ সীমা বেগম ও ওয়ার্ড কাউন্সিলর শহিদুর রহমান শিপন গাজীপুর পুলিশের হাতে আটক করা হয়। ওই মামলায় জামিনে মুক্তি পান তারা। ২০১৮ সালের ১৮ আগস্ট ২০০ পিস ইয়াবাসহ সীমা বেগম পুলিশের হাতে আবারও আটক হন।

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top