রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


মাদক আসামীর অস্ত্রের কোপে এসআই আহত


প্রকাশিত:
৩০ মে ২০২০ ১৮:৩৩

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৬:২৬

ছবি: প্রতীকী

ঝালকাঠির রাজাপুরে এক মাদক মামলার আসামীর ধারালো অস্ত্রের কোপে পুলিশ কর্মকর্তা এসআই খোকন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার গালুয়া ইউনিয়নের কাটাখালি এলাকায় তদন্ত করতে গেলে আসামি ইকবাল মল্লিকের (৪৫) দায়ের কোপে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে পুলিশ সদস্যদের নিয়ে রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন ঘটনাস্থলে যান। পরে সন্ধ্যার দিকে কাটাখালি এলাকায় একাধিক মাদক মামলার আসামি ইকবাল মল্লিক এসআই খোকনকে দা দিয়ে কোপ দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাজাপুর থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘রোগীর অবস্থা গুরুতর হওয়ায় আমরা তাকে বরিশালে নিয়ে এসেছি। আসামি গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।’

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top