রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


শিশু ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত


প্রকাশিত:
১৫ জুন ২০২০ ১৭:২৪

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১২:১২

ছবি: প্রতীকী

নোয়াখালীর সেনবাগে শিশু ধর্ষণ মামলার আসামি মিজান নামে এক ব্যক্তি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। রোববার রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত মিজানুর রহমান সোনাইমুড়ী নাওতলা এলকার বাসিন্দা।

জানা গেছে, রোববার রাত সোয়া দুইটার দিকে সেনবাগের ছাতার পাইয়া পূর্ব বাজার এলাকায় কানা শহীদের আস্তানায় আটক করা হয় মিজানুর রহমানকে। পরে তাকে নিয়ে ঘটনাস্থলে অস্ত্র উদ্ধারে গেলে তার অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে মিজান পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে বেকারির এক শিশু শ্রমিককে ধর্ষণের ঘটনায় বেকারির মালিক থানায় অভিযোগ করেন।

 

 

আরপি/এমএএইচ-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top