রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫


প্রকাশিত:
২১ জুন ২০২০ ২০:১৪

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:২৪

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নুরু উদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ রোববার সকালে উপজেলায় মৃগা ইউনিয়নের আমিরগঞ্জে এ ঘটনা ঘটে। নুরু উদ্দিন উপজেলার গেন্ডামারা-শান্তিপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তুচ্ছ ঘটনা নিয়ে সাহাব উদ্দিন ও মোনায়েম খাঁ’র লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নুরু উদ্দিন পেটে বল্লম বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় উভয়পক্ষের আরও ১৫ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আরপি/আআ-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top