রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


পদোন্নতি পাওয়ায় সার্কেল অফিসার আখিউল ইসলামকে ঘোড়াঘাট থানা পুলিশের সংবর্ধনা


প্রকাশিত:
১ জুলাই ২০২০ ২২:২৫

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:২০

অতিরিক্ত পুলিশ সুপার আখিউল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়

দিনাজপুরের হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সার্কেল অফিসার আখিউল ইসলাম (বিপিএম) অতিরিক্ত পুলিশ সুপারে পদোন্নতি পেয়েছেন। সোমবার (২৯ জুন) তাকে ঘোড়াঘাট থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার আখিউল ইসলামকে ক্রেস্ট উপহার দিয়ে সংবর্ধনা জানান ঘোড়াঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে সেকেন্ড অফিসার রাশেদুজ্জামান, এসআই মোজাফফর রহমানসহ অন্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, গত ৯ জুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়ায় ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটে আখিউল ইসলামকে বদলি করা হয়। ঘোড়াঘাট-হাকিমপুরে দায়িত্বরত অবস্থায় মাদক, চোরাকারবারি ও করোনা মহামারীর ত্রাণ লুটের বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করেছেন এই পুলিশ কর্মকর্তা। যার ফলশ্রুতিতে একজন সৎ, সাহসী, একনিষ্ঠ ও মানবিক পুলিশ অফিসার হিসেবে জয় করেছেন এলাকার সর্বস্তরের মানুষের মন।

সংবর্ধনা শেষে দিনাজপুরের নব নিযুক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের (বিপিএম, পিপিএম-বার) পক্ষ থেকে থানার সকল পুলিশ সদস্যদের মাঝে মধু ও কালোজিরা উপহার দেওয়া হয়। 

আরপি/ এএন-৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top