রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ভারতে পাচারকালে ইলিশ জব্দ, স্থানীয় এতিমখানায় বিতরণ


প্রকাশিত:
১৬ জুলাই ২০২০ ২২:৪৩

আপডেট:
৫ মে ২০২৫ ১১:৩৭

উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলিতে পাচারকালে ১১৯ পিস ইলিশ জব্দ করেছে দায়িত্বরত বিজিবি সদস্যরা। হিলি চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার ভারতীয় ট্রাকে অভিযান চালিয়ে এসব মাছ উদ্ধার করা হয়।

সূত্র জানায়, বুধবার (১৫ জুলাই) আনুমানিক সকাল সোয়া ১০টার দিকে হিলি চেকপোস্টের শূন্য রেখায় পণ্য খালাস করে নিজ দেশে ফেরার সময় ট্রাকে অভিযান চালালে এ মাছগুলো পাওয়া যায়। যার ওজন ১৩০ কেজি।

দায়িত্বরত বিজিবির আইসিপি ক্যাম্পের গোয়েন্দা সদস্য হাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক পণ্য খালাস করে ভারতে ফিরে যাওয়ার সময় হিলি বাজার থেকে ইলিশ নিয়ে যাচ্ছে। সে হিসেবে চেকপোস্ট গেটে দায়িত্বরত বিজিবি সদস্যরা ফিরে যাওয়া ট্রাকগুলোতে তল্লাশি করে একটি বস্তা থেকে ১১৯ পিস ইলিশ উদ্ধার করে। যা স্থানীয় ৩টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

আরপি/ এএন-৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top