রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


তিন বছর পর হারানো মাকে ফিরে পেল ছেলে


প্রকাশিত:
২৬ জুলাই ২০২০ ০০:০৮

আপডেট:
৫ মে ২০২৫ ০৭:৪৫

ফাইল ছবি

তিন বছর পর হারিয়ে যাওয়া মাকে ফিরে পেলেন একমাত্র ছেলে মেহেদী হাসান (১৮)। দীর্ঘদিন পরে মাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মেহেদী।

বৃহস্পতিবার রাতে বাগেরহাটের শরণখোলার তাফালবাড়ি বাজারের এক ব্যবসায়ীর মাধ্যমে মানসিক ভারসাম্যহীন মা মেরিনা বেগমকে (৪৮) খুঁজে পান তিনি।

তথ্য প্রমাণের ভিত্তিতে পরিবারের হাতে তুলে দেওয়া হয় মানসিক ভারসাম্যহীন মেরিনা বেগমকে।

মেহেদী হাসান বলেন, দিনমজুর বাবা মারা যান প্রায় সাড়ে তিন বছর আগে। এর পর থেকেই মা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তাদের তিন ভাইবোনকে রেখে তিন বছর আগে হঠাৎ এক দিন মা নিখোঁজ হন।

 

আরপি/আআ-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top