রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


দিনাজপুরে আরেক ইউএনও করোনা আক্রান্ত


প্রকাশিত:
২৬ জুলাই ২০২০ ০৪:৫৫

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০১:৩৫

ইউএনও নাজমুন নাহার। ফাইল ছবি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব কর্তৃক প্রকাশিত ফলাফলে তাঁর কোভিড-১৯ পজিটিভ আসে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাহজাহান আলী বলেন, জ্বরসহ করোনা ভাইরাসের অন্যান্য উপসর্গ থাকায় গত বৃহস্পতিবারে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে পাঠানো হয়। শনিবার তাঁর করোনা পরীক্ষার ফলাফল আসলে তাতে করোনা পজিটিভ শনাক্ত হয়।

বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাস ভবনে আইসোলেশনে আছেন।

ইউএনও নাজমুন নাহার জানান, গত পাঁচদিন থেকে শরীরে জ্বরসহ করোনার অন্যান্য উপসর্গ দেখা যায়। গত বৃহস্পতিবার নমুনা জমা দিয়েছিলাম। এরপর থেকেই অফিসে না গিয়ে বাসায় অবস্থান করছি। শনিবার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

 

আরপি/আআ-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top