রাজশাহী সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


নেট দুনিয়ায় ঝড় তুললেন জাহ্নবী


প্রকাশিত:
৩ মার্চ ২০২১ ১৬:৩০

আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ১৭:৩০

ছবি: সংগৃহীত

শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুরের পরবর্তী সিনেমা 'রুহি'। তার বিপরীতে রয়েছেন অভিনেতা রাজকুমার রাও। সিনেমার প্রমোশনের জন্যই নিত্যনতুন চোখ ধাঁধানো ফ্যাশনে ধরা দিচ্ছেন নায়িকা। কখনও ব্যাকলেস টপ, কখনও নিয়ন গাউন।

সম্প্রতি কালো গাউনে জাহ্নবী কাপুর একপ্রকার ঝড় তুলেছেন ইনস্টাগ্রামে। ক্লাসিক ব্ল্যাক গাউন। স্প্যাগেটি স্ট্র্যাপ। খোলা চুল। স্মোকি আই মেকআপ। পোশাকটাকে আলাদা করে ফোটানোর জন্যই গয়নার মধ্যে শুধু হাতে পরেছেন প্রচুর আংটি। মোহময়ী জাহ্নবীর এই মোহনীয় রুপ থেকে চোখ ফেরাতে পারছেন না কেউ। আগুন আর লাভ রিঅ্যাক্টে ভরিয়ে দিচ্ছেন সকলে।

সিনেজগতে পা রাখার আগে থেকেই জাহ্নবীর ফ্যাশন আলাদা করে নজর কাড়ে সকলের। প্রমোশন হোক বা ছোটখাটো ঘরোয়া পার্টি, জাহ্নবী সাজে কোনও কমতি রাখেন না। প্রসঙ্গত 'রুহি' ছাড়াও 'দোস্তানা-২' এবং 'গুড লাক জেরি' ছবির জন্যে প্রস্তুতি নিচ্ছেন জাহ্নবী।

আরপি / এমবি-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top