রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


১২ মার্চ মুক্তি পাচ্ছে দীঘির প্রথম সিনেমা


প্রকাশিত:
৪ মার্চ ২০২১ ০০:৫৬

আপডেট:
৫ মে ২০২৫ ০৩:৪৭

ছবি:প্রার্থনা ফারদিন দীঘি

শিশুশিল্পী হিসেবে পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি এবার চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করছেন। আগামী ১২ মার্চ মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’। এতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন নবাগত শান্ত খান।

‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমাটির তত্ত্বাবধানে থাকা চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনি আজ সোমবার সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমাটি সারা দেশের সিনেমা হলে মুক্তি পাবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তি পাওয়া এই সিনেমার গল্পটা দারুণ। আশা করছি দর্শকদের মন ছুঁয়ে যাবে। নতুন এক দীঘিকে দেখতে পাবেন তারা। আমার বিশ্বাস সিনেমাটি সবার ভালো লাগবে।’

আরপি/ এসআই-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top