রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


বিচ্ছেদের পরেও সুস্মিতার প্রতি ‘কৃতজ্ঞ’ রোহমান


প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২১ ১৬:৫০

আপডেট:
৫ মে ২০২৫ ০৪:২০

ফাইল ছবি

২০১৮ সালে শুরু হওয়া প্রেম ভেঙে গিয়েছে নিঃশব্দে। বিচ্ছেদের কারণ এখনও অজানা। তবে সম্পর্কে ইতি টানার পরে তিক্ততা নয়, বরং বন্ধুত্বকেই প্রশ্রয় দিয়েছেন রোহমান এবং সুস্মিতা। যা সুস্মিতা ও রোহমানের বিভিন্ন পোস্টের মধ্য দিয়ে জানতে পেরেছেন অনুরাগীরা।

ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন সুস্মিতা। রোহমানের সঙ্গে একটি ছবি দিয়ে লেখেন, ‘আমরা শুরু করেছিলাম বন্ধু হিসেবে। আমরা বন্ধুই থাকব। সম্পর্ক অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু ভালবাসা রয়ে গিয়েছে।’ সুস্মিতার সেই পোস্ট নিজের ইনস্টাগ্রামে তুলে এনেছেন রোহমান। বুঝিয়েছেন, প্রেমিকার সঙ্গে তিনিও সহমত। আগের রসায়ন অতীত হলেও থেকে যাবে বন্ধুত্ব।

রোহমানের সেই পোস্টে তার উদ্দেশে এক ব্যক্তি লিখেছেন, ‘তুমি ওর (সুস্মিতা) ভাইয়ের কাছে ঋণী। এটা কখনও ভুলে যেও না।’ সেই বার্তা চোখ রোহমানের চোখ এড়ায়নি। জবাবও দিয়েছেন— ‘আমি এটা কখনওই ভুলব না। সুস্মিতা এখনও আমার পরিবার।’

সূত্র : আনন্দবাজার

 

আরপি/ এমএএইচ-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top