রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হচ্ছেন পরীমণি


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২২ ০৫:০৩

আপডেট:
৫ মে ২০২৫ ০৩:৫৭

ফাইল ছবি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী পরীমণি। আগামী ২৮ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নায়ক সাইমন সাদিক গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে প্রার্থী হিসেবে সই করেছেন পরীমণি।

সাইমন বলেন, মঙ্গলবার ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে কার্যকরী সদস্য পদে নির্বাচন করার জন্য পরীমনি সই করেছেন।

সম্প্রতি মা হওয়ার খবর জানিয়েছেন পরীমণি। গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেছেন বলেও জানিয়েছেন তিনি।

চলচ্চিত্র শিল্পীদের কাছে পরীমণি বেশ জনপ্রিয়। শিল্পীদের নানা সমস্যায় তিনি পাশে থাকেন। অভিনয়ে আসার পর থেকেই প্রতি বছর কোরবানি ঈদে দুঃস্থ শিল্পীদের জন্য গরু কোরবানি দিয়ে আসছেন পরীমনি। শিল্পীদের অনেকেই পরীমনির নির্বাচনের খবরে আনন্দিত হয়েছেন।

এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেতা পীরজাদা হারুন। তার সঙ্গে থাকবেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে পরিচালক সোহানুর রহমান সোহানকে। এই বোর্ডের সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

 

 

 

 


আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top