রাজশাহী রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


অবশেষে প্রকাশ্যে পরী-রাজের ছেলে


প্রকাশিত:
১১ আগস্ট ২০২২ ২১:০৭

আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ২২:৫৬

ফাইল ছবি

বাবা-মা হয়েছেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। বুধবার (১০ আগস্ট) তাদের কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। আজ প্রথমবারের মতো ছেলেকে প্রকাশ্যে এনেছেন পরীমনি। নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি দিয়ে পরীমনি লিখেছেন, ‘তুমি পৃথিবীর জন্য আলোর বাহক হও, অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’

এর আগে গতকাল বাবা হওয়ার খবর জানিয়ে রাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। প্রথমবার বাবা হলাম। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না।’

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ ও পরীমনি। এ বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে।

এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top