রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


হানিমুন সেরেই কাজে ফিরলেন পূর্ণিমা


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২২ ০৩:৫৫

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৫:২৫

ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা সবেমাত্র হানিমুনের পাট চুকিয়ে ফিরেছেন। মেহেদির ঘ্রাণ এখনও শুকায়নি। এরইমধ্যে জড়িয়ে পড়লেন কাজে। সরকারি অনুদানপ্রাপ্ত ‘আহারে জীবন’ নামের একটি চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চুক্তিপত্রে স্বাক্ষর করেন তিনি।

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ছটকু আহমেদ ভাই অনেক সিনিয়র পরিচালক। তিনি অনেক দিন ধরে ছবিটির বিষয়ে আমার সঙ্গে কথা বলছিলেন। তার সঙ্গে কাজ করতে আমিও আগ্রহী ছিলাম। তা ছাড়া এটা সরকারি অনুদানের সিনেমা। গল্প ও চরিত্রটি ভিন্ন ধরণের। সবকিছু বিবেচনা করেই কাজটি করছি। ছবির গল্পটি করোনাকালীন সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে। এর বেশি আপাতত না বলি।’

চলচ্চিত্রটি নির্মাণের দায়িত্বে রয়েছেন নির্মাতা ছটকু আহমেদ। করোনা মহামারি চলাকালীন সময়ের গল্প বলতে দেখা যাবে এই সিনেমায়। জানা গেছে, আগামী ১৬ অক্টোবর ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হবে।

চলচ্চিত্রটিতে পূর্ণিমার বিপরীতে দেখা যাবে ফেরদৌসকে। এতে আরও অভিনয় করবেন ওমর সানি, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর, সুব্রত প্রমুখ।

আরপি/এসএডি-০৪


বিষয়: পূর্ণিমা


আপনার মূল্যবান মতামত দিন:

Top