রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


যে কারণে অভিনয়ে আসছেন না অমিতাভের নাতনি


প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৩ ০৬:৪৭

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:৩০

ফাইল ছবি

তারকায় ভরা বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের পরিবার। স্ত্রী, সন্তান, পুত্রবধূ একেকজনে বি-টাউনের নামজাদা তারকা। তবে এই দলে নেই বিগ-বির নাতনি নভ্যা। মামা-মামি, নানা-নানির মতো নাম লেখাননি অভিনয়ে। এবার জানালেন তার কারণ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বচ্চন পরিবারের মেয়ে হয়েও কেন বলিউডে দেখা গেল না নভ্যাকে— প্রশ্ন অনেকের। এবার তার উত্তরে অমিতাভ নাতনি বলেন, ‘আমার মনে হয় আমার দ্বারা অভিনয়টা ঠিক হয় না। কেবলমাত্র কিছু করার জন্য করাকে আমি পছন্দ করি না। বিশ্বাসও করি না তাতে। আমার বিশ্বাস আমার দক্ষতা অন্য কোথাও রয়েছে।’

নভ্যার মা অমিতাভকন্যা শ্বেতা বচ্চনও কন্যাকে অভিনয়ে আনতে আগ্রহী ছিলেন না। করণ জোহরের শো ‘কফি উইথ করণে’ কথা বলেছিলেন এ বিষয়ে। শ্বেতা বলেছিলেন, ‘আমি জানি না নভ্যার ট্যালেন্ট কী। তবে এটা জানি ও যতক্ষণ না নিজে থেকে চাইছে ততক্ষণ ওর এখানে আসার দরকার নেই। ওর ঘনিষ্টজনরা যা করেছে বলে ওকেও তাই করতে হবে এমনটা অর্থহীন।’

এদিকে এ নিয়ে আক্ষপও নেই নভ্যার। তিনি ব্যস্ত আছেন তার প্রতিষ্ঠান নিয়ে। একটি মহিলা কেন্দ্রিক হেলথ টেক কোম্পানি চালান। এছাড়া যুক্ত ছিলেন একটি পডকাস্ট শো সঞ্চালনার সঙ্গে। 

 

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top