রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


বলিউডে ৩ দশক পূর্ণ করলেন সালমান


প্রকাশিত:
২৯ আগস্ট ২০১৯ ০৮:৩২

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৮:৫৮

বিবি হো তো অ্যায়সা’ সিনেমাতে সহযোগী চরিত্রে বলিউডে পা রাখেন ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খান। তবে দেখতে দেখতে প্রায় ৩ দর্শক পার করছেন তিনি। এ সময়ের মধ্যে অসংখ্য দর্শকপ্রিয় ছবি উপহার দিয়ে সুপারস্টার হিসেবে জায়গা করে নিয়েছেন ভক্তদের মনে। তার সিনেমা মানেই যেন বক্স অফিসে তোলপাড়।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা এক প্রতিবেদনে জানায়, বলিউডে পা রাখার ৩১ বছর পূর্ণ করলেন বলিউড ভাইজান। এ জন্যই টুইটার অ্যাকাউন্টে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ভক্তদের শুভেচ্ছা জানিয়ে সালমান লেখেন, ৩১ বছরের এই পথচলায় যারা অংশীদার হয়েছেন, বিশেষত আমার ভক্ত শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানাই, যারা আশ্চর্যজনক এই পথচলাকে সম্ভব করেছেন।’

ভাইজানের এ পোস্ট মুহূর্তেই সাড়া ফেলেছে ভক্তদের মাঝে। তাই টুইটটি লাইক পেয়েছে ৬২ হাজারেরও বেশি।

সালমান এখন ব্যস্ত আসন্ন চলচ্চিত্র ‘দাবাং থ্রি’র শুটিং নিয়ে। এতে তার বিপরীতে রয়েছেন তারকা অভিনেত্রী সোনাক্ষি সিনহা।

 

আরপি/এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top