রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


করোনায় ব্রিটিশ অভিনেত্রীর মৃত্যু


প্রকাশিত:
১২ এপ্রিল ২০২০ ০১:১০

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:১০

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’ খ্যাত ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথ।

তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুর খবর নিজের ফেসবুক ওয়ালে জানিয়েছেন হিলারির ধর্মপুত্র অ্যালেক্স উইলিয়ামস। সিনেমায় অভিনয়ের পাশাপাশি হিলারি প্রযোজনাও করেছেন।

তার প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে হুগ গ্রান্ট ও অ্যালান রিকম্যান অভিনীত ১৯৯৫ সালের সিনেমা ‘অ্যান আউফুলি বিগ অ্যাডভেঞ্চার’ এবং গ্যারি ওল্ডম্যানের ১৯৯৭ সালের সিনেমা ‘নিল বাই মাউথ’।

হিলারি হিথের জন্ম ছিল ইংল্যান্ডের লিভারপুলে। ১৯৬৮ সালে মাইকেল রিভসের হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’র মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়।

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top