রাজশাহী শনিবার, ৯ই আগস্ট ২০২৫, ২৫শে শ্রাবণ ১৪৩২


নতুন ছবি

যৈবতী কন্যার মনে থাকছে ছন্দা


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০১৯ ০৫:১৮

আপডেট:
৯ আগস্ট ২০২৫ ০৩:০৯

ছবি: সংগৃহীত

নারগিস আক্তারের পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত এক ছবির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন ছন্দা। ছবিটির নাম ‘যৈবতী কন্যার মন’।  এতে তার চরিত্রের নাম শৈলী।গত বছর শুটিং শেষ হলেও কিছু জটিলতার কারণে ছবিটি মুক্তি পেতে বিলম্ব হচ্ছিল।

সম্প্রতি সেই জটিলতার অবসান হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে ছন্দা বলেন, ‘অসম্ভব সুন্দর একটি গল্প নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। শুনেছি সেন্সর ছাড়পত্রও পেয়েছে ছবিটি। পরিচালক জানিয়েছেন চলতি বছরেই এটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।’ 

গত ঈদে ছন্দা অভিনীত এবং শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘অর্পিতা’ ছবিটি চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এছাড়া বাংলাদেশ-ভারত সীমান্ত সমস্যা নিয়ে একটি ছবি তৈরি হচ্ছে। এ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন ছন্দা। অন্যদিকে বরাবরের মতো টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি।

নাটকে অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছেন গোলাম ফরিদা ছন্দা। তবে ছোট পর্দার নিয়মিত এই অভিনয়শিল্পী সিনেমাতেও ধারাবাহিকভাবে অভিনয় করছেন।

আরপি / বি



আপনার মূল্যবান মতামত দিন:

Top