রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


পারিশ্রমিক নিয়ে ঝামেলা

‘ইনশাল্লাহ’ থেকে সরে এসেছেন সালমান খান


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০১৯ ১০:০৯

আপডেট:
৫ মে ২০২৫ ০২:৫০

বাঁয়ে সালমান খান, মধ্যে শাহরুখ খানপরিচালক বানশালি, ডানে

‘ইনশাল্লাহ’ থেকে সরে এসেছেন সালমান খান । কারণ হিসেবে জানা গেল চিত্রনাট্য পছন্দ হয়নি নায়কের। সালমানের বদলে ‘ইনশাল্লাহ’ ছবিতে অভিনয় করবেন বলিউড কিং শাহরুখ খান এমন সংবাদও জানা গেছে।

তাই বন্ধু বানশালিকে বিনয়ের সঙ্গে না করে দিয়েছেন ছবিটি করবেন না বলেলেন তিনি।

এসবের পেছনে জানা যায় দুটি কারণ। ভারতের কিছু গণমাধ্যম বলছে, চিত্রনাট্যে হস্তক্ষেপ করতে চেয়েছিলেন সালমান। পরিচালক বানশালির মেজাজ স্বাভাবিকের চেয়ে একটু বেশী। চিত্রনাট্য অপরিবর্তিত রাখার জেদে সালমানকে মাইনাস মেনে নিয়েছেন তিনি।


অন্যদিকে সালমান খানের বিরুদ্ধে গণমাধ্যমে পারিশ্রমিক নিয়ে ঝামেলার কথাও ছড়িয়েছে। আবার কেউ কেউ শিডিউল নিয়ে জটিলতার কথাও বলছেন। সবমিলিয়ে শুটিংয়ের আগ মুহূর্তে নায়ক হারিয়ে সাময়িকভাবে খানিকটা বিপাকে পরিচালক বানশালি। তাই অনির্দিষ্টকালের জন্য ছবির কাজ বন্ধ রাখা হয়েছে। এমনটাই জানিয়েছে ছবির প্রোডাকশন কোম্পানি।

 চরিত্রের বিবেচনায় সালমানের বিকল্প এখানে শাহরুখ ছাড়া আর কারো উপর নির্ভর করতে পারছেন না বানশালি। প্রথমে শাহরুখকেই ভাবা হয়েছিলো ছবির চরিত্রটিতে। ‘দেবদাস’র পরিচালককে নেয়া হয়েছিল কারণ কিং খানের সাথে শিডিউল মেলে নি।

শিডিউল নিয়ে আর বিড়ম্বনা না থাকায় দু নায়ক এখন এক হতে চলেছে। তারা জুটি বাঁধবেন দর্শক মাতিয়ে দিতে।

সঞ্জয়লীলা বানশালি নির্মাণ করেছিলেন ২০০২ সালে ‘দেবদাস’।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top