রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


ইমন ও মম'র আসছে ‘আগামীকাল’ সিনেমা


প্রকাশিত:
১৩ মে ২০২০ ১৯:৩৫

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৫:৪৩

ছবি: সংগৃহীত

চিত্রনায়ক ইমন ও লাক্স তারকা জাকিয়া বারী মম অভিনীত সিনেমা 'আগামীকাল'। এ সিনেমা পরিচালনা করছেন অঞ্জন আইচ।

জানা গেছে আসছে শরতে প্রেক্ষাগৃহে আসবে চলচ্চিত্রটি। বর্তমানে সেই প্রস্তুতি চলছে।


আপাতত ছবির প্রচারণায় নেমেছেন প্রথমবার বড় পর্দার নির্মাণে আসা জনপ্রিয় নাট্য পরিচালক অঞ্জন আইচ। তিনি জানিয়েছেন, আগামীকাল ১৪ মে প্রকাশ হচ্ছে 'আগামীকাল' সিনেমার ফার্স্টলুক।

অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত আগামীকাল চলচ্চিত্রে ইমন-মম ছাড়া আরও অভিনয় করেছেন সূচনা আজাদ, শতাব্দী ওয়াদুদ ও টুটুল চৌধুরীসহ অনেকে।

পরিচালক জানিয়েছেন, ১৪ মে বিকাল ৪টায় ‘আগামীকাল’ ছবির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে চলচ্চিত্রটির ফার্স্টলুক প্রকাশ করা হবে। ১৫ মে শুক্রবার রাত ১০টায় একই পেজ থেকে টুটুল চৌধুরীর উপস্থাপনায় 'আগামীকাল' টিম ফেসবুক লাইভে হাজির হবে।

ভারতে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে বর্তমানে চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার অপেক্ষায় আছে।

এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে 'আগামীকাল' ছবির চারটি গান তৈরি হয়েছে। শিগগিরই এগুলো প্রকাশ করা হবে। এখানে তিনটি গান রচনা করেছেন অঞ্জন আইচ ও একটি রবীন্দ্রসংগীত।

প্রয়াত পৃথ্বীরাজ ও সুজন আরিফের সংগীত আয়োজনে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কোনাল, সুজন আরিফ প্রমুখ।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top