রাজশাহী সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


এবার শ্রীদেবীর বাড়িতে করোনার হানা


প্রকাশিত:
২০ মে ২০২০ ১৮:৩২

আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ০৭:৪১

ছবি: সংগৃহীত

শ্রীদেবী সবাইকে ছেড়ে বিদায় নিয়েছেন ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে। রেখে গেছেন তার স্বামী বনি কাপুর ও দুই মেয়ে জাহ্নবী ও খুশিকে। খবর হলো করোনাভাইরাসের সংক্রমনের দিনে ঝুঁকির মধ্যে পড়েছে এই প্রয়াত নায়িকার পরিবার।

এবার করোনা হানা দিয়েছেন বনি কাপুরের বাড়িতে। বনি কাপুরের বাড়ির কর্মী চরণ সাউ করোনায় আক্রান্ত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে চরণকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে।

সাউয়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানার পরেই দুই মেয়েকে নিয়ে কোয়ারেন্টাইনে আছেন বনি কাপুর। তবে এখন পর্যন্ত তার সুস্থ আছেন।

বনি কাপুর জানান, বাড়ির কর্মী করোনায় আক্রান্ত হলেও দুই মেয়ে বাড়ির অন্য কর্মীরা সুস্থ আছেন। করোনার ঝুঁকি এড়ানে তারা কোয়ারেন্টিনে আছেন।

জাহ্নবী কাপুর ও খুশি কাপুর কেউ বাড়ি থেকে বের হচ্ছে না।চরণ সাউও শিগগিরই সুস্থ হয়ে আইসোলেশন থেকে ফিরবেন বলে আশা করছেন শ্রীদেবীর প্রযোজক স্বামী বনি।

 

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top