রাজশাহী সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


মাঠে নেমে কৃষকের কাজ করছেন সালমান খান


প্রকাশিত:
২২ জুলাই ২০২০ ১৭:০৩

আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ১০:০৬

ছবি: সংগৃহিত

মাঠে নেমে ধানের বীজ রোপন করতে দেখা গেল সালমান খানকে। বিশেষ বান্ধবী ইউলিয়া ভন্তুরের সঙ্গে একযোগে মাঠে নেমে কাজ করতে দেখা গেল এই অভিনেতাকে।

শুধু তাই নয়, ধানের চারা রোপন করে, শ্যালোর পানিতে হাত ধুয়ে সেখানেই বিশ্রাম করতে দেখা যায় বলিউড ভাইজানকে। সালমান খানের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

লকডাউনের শুরু থেকেই মুম্বাইয়ের বাড়ি ছেড়ে পানভেলের বাগান বাড়িতে চলে যান সালমান খান। পরিবারের বেশ কয়েকজন সদস্যের সঙ্গে সেখানে তার সঙ্গী হন ইউলিয়া ভন্তুর, জ্যাকলিন ফার্নান্ডেজরা।
তবে প্রথম পর্বের লকডাউন শেষ হতেই পানভেলের বাগান বাড়ি ছেড়ে মুম্বাইতে চলে যান জ্যাকলিন।

তবে জ্যাকলিন পানভেলের বাগান বাড়ি ছেড়ে চলে গেলেও, সালমানের সঙ্গে সেখানে রয়ে যান ইউলিয়া। বাগান বাড়িতে থেকেই সেখান থেকে একের পর এক ছবি এবং ভিডিও শেয়ার করেন ইউলিয়া। সালমানের বিশেষ বান্ধবীর সেই পোস্ট প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়।

 

 

আরপি / এমবি-৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top