রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


না ফেরার দেশে চলে গেলে অপু বিশ্বাসের মা


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২০ ১৯:১৯

আপডেট:
৫ মে ২০২৫ ১৭:৫৯

ছবি: সংগৃহিত

না ফেরার দেশে চলে গেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাসের সহকারী সজল। এছাড়া বাংলাদেশ ফিল্ম আর্টিস্ট অ্যাসোসিয়েশনের (বিএফএএ) ফেসবুক পেজেও নায়িকার মায়ের মৃত্যুর বিষয়টি নিয়ে পোস্ট দেওয়া হয়েছে।

সেখানো জানানো হয়েছে, সবার প্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস’র মা গতকাল রাত ১টা ৩৭ মিনিটে পরলোকগমন করেছেন। তিনি স্ট্রোক করায় তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

জানা গেছে, শেফালি বিশ্বাসের মরদেহ বগুড়া নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

 

আরপি/এমএএইচ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top