রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


এবার কিশোরগঞ্জের হামিদ পল্লীতে ইত্যাদি


প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৩

আপডেট:
৫ মে ২০২৫ ০৮:০২

জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে নৈসর্গিক সৌন্দর্যের আধার কিশোরগঞ্জের হাওরের মাঝে দ্বীপের মতো ভেসে থাকা মিঠামইনের হামিদ পল্লীতে।

রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির সামনে অবস্থিত এই হাওরের হাজার নৌকা-ট্রলারের সারি এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছিল শুটিংয়ের সময়।

এবারের পর্বে হাওর অঞ্চলের জীবন-জীবিকা, প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে। জলে ও ডাঙ্গায় শতাধিক নৌকা রেখে নির্মাণ করা হয় নান্দনিক মঞ্চ।

এ বিষয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেত বলেন, সাধারণ মানুষের সমর্থন, সহযোগিতা, ভালোবাসার কারণেই ইত্যাদি এই দীর্ঘ পথ পাড়ি দিতে পেরেছে। ইত্যাদি সব সময় ব্যতিক্রম কিছু তৈরি করতে পছন্দ করেন। আশা করি এবারের পর্ব দর্শকদের ভালো লাগবে।

ইত্যাদি’র এই মিঠামইনের পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ৪ অক্টোবর রাত ৮টার বাংলা সংবাদের পর।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

 
 
আরপি/ এএস
 


আপনার মূল্যবান মতামত দিন:

Top