রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


করোনা আক্রান্ত অভিনেত্রী নুসরাত ফারিয়া


প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২০ ২১:২২

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০১:৫৪

ছবি সংগৃহীত

এবার করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়া ও নির্মাতা শিহাব শাহিন। শিহাব শাহিন নিজেও করোনার উপসর্গ নিয়ে বাসায় আইসোলেশনে আছেন বলে জানান।

নুসরাত ফারিয়া বলেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু শরীরিক কোনো জটিলতা নেই।

শিহাব শাহিন বলেন, গত ৭ তারিখ থেকে আমি অসুস্থ, জ্বর আসে। এরপর আস্তে আস্তে আমার স্বাদ-ঘ্রাণ শক্তি চলে যায়। গত ৯ তারিখ আমরা সর্বশেষ শুটিং করি এবং এরপর থেকে শুটিং বন্ধ রেখেছি।

তিনি আরও জানান, প্রথমে তার এবং ফারিয়ার করোনা উপসর্গ দেখা দিলে শুটিং বন্ধ করে দেওয়া হয়। পরে ফারিয়ার করোনা টেস্ট করালে তার রিপোর্ট পজিটিভ আসে। তবে শিহাব শাহিন নিজে টেস্ট না করালেও তিনি পজিটিভ বলে আশঙ্কা করছেন এবং বাসায় নিজেকে আইসোলেশনে রেখেছেন।

নুসরাত ফারিয়া কাজ করছিলেন ‘যদি কিন্তু তবু’ নামের ওয়েব ফিল্মে। সিনেমাটির পরিচালক শিহাব শাহীন।

সূত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আরপি/এমএএইচ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top