রাজশাহী মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


রুহুল আমিন রাহুলের কবিতা ‘সব নীরব’


প্রকাশিত:
২৭ জুন ২০২১ ০০:৫৩

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ০৭:২৭

ফাইল ছবি

রোজ সকালে পাখির কিচিরমিচির শব্দ
নদীর ঘোলা জল ব্যস্ত জেলে
একটু পরে বসবে বাজার-দর
কত স্বপ্ন আর মলিন হাসি
দাদা এটা টাটকা, ভালো হবে
কত আয়োজন ছিল আকাশের ছায়ায়,

অথচ গত দুইটি বছর সব নীরব!

নিঃশব্দে শহুরে চলাচল থেমে গেছে
সব ব্যস্ত হয়ে পরেছে সঞ্চয়ে
অতিরিক্ত খরচ আর নয়
চলতে হবে হিসেব করে,
মামা যাবেন! আর শুনি না যে;
চারদিকে শুনছি বন্ধ হবে
অটোরিক্সা-ভ্যান! তারা চলবে কি করে!!

অথচ গত দুইটি বছর সব নীরব!

স্কুল-ক্যাম্পাস বন্ধ সব, হতাশার ঘোর!
কে বলবে? শিউলী বাড়িতে পড়িস না কেন?
পেছন থেকে বর্ষা বলতো, আমি বলি স্যাঁর!
ব্যাতের আঘাত স্কুল থেকে উঠে গেছে
ক্ষত! তৈরি হয়েছে অপমান আর ক্রোধে
সবার সাথে না পারা ছেলেটা 
আজ ঠিকি উপার্জন করে পরিবারের জন্যে!!

অথচ দুইটি বছর সব নীরব!!

 

 

লেখক : কবি

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top