রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


কবিতা

করোনা ভাইরাস


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২০ ০৫:৫৫

আপডেট:
২৫ সেপ্টেম্বর ২০২০ ২২:১০

করোনা ভাইরাস

(মোঃ রবিউল ইসলাম)

 

মহামারি করোনা তুমি
করেছো বিশ্বকে ক্ষত,
উন্নত দেশ ও তোমার তরে
করেছে মাথা নত।

কতোজনরে করেছো বন্দি
কাউরে অপহরন,
মৃত্যুর ভয় জেনেও কেউ
করেছে জীবিকা আহরোন।

গরীব দুঃখির পাশে কতো
ছিলো হৃদয়বান,
জনগনের সেবক হয়েও আবার
করলো কতো চোরাচালান।

ভিক্ষুক হয়েও নাজিমুদ্দিন
জমানো অর্থ করলো,
ইতিহাসের পাতায় বন্দি তুমি
চিরকাল রবে তোমার সম্মান

 

আরপি/এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top