রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

শাজাহান খানের বক্তব্যে নিসচা’র প্রতিবাদ


প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২১ ২২:৫৭

আপডেট:
১৩ মে ২০২৫ ১১:৪৩

ফাইল ছবি

‘ইলিয়াস কাঞ্চন একজন বিজ্ঞ বিশেষজ্ঞ। উনি বলেন, এই আইনের যদি সংশোধন হয়, তাহলে বাংলাদেশ হেরে যাবে। কত বড় বেকুব হলে এ কথা বলতে পারেন, আমি আশ্চর্য হয়ে যাই।’ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি এমপি শাজাহান খানের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর রাজশাহী জেলা শাখা।

শুক্রবার সন্ধ্যায় রাজশাহীতে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন আইন-২০১৮ নিয়ে কথা বলতে গিয়ে নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে উদ্দেশ করে ওই মন্তব্য করেছিলেন সাবেক মন্ত্রী শাজাহান খান।

তিনি আরও বলেছিলেন, ‘ইলিয়াস কাঞ্চন কিন্তু বাংলাদেশের শ্রমিকদের বিরুদ্ধে, মানে কঠোর যা যা করা যায়, সবকিছুর জন্য কিন্তু উনি নানাভাবে অবাস্তব কিছু প্রস্তাবও দিয়েছেন। ফেডারেশনের পক্ষ থেকে আমরা সর্বশেষ পরিস্থিতি দেখে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করব। উনি তো শ্রমিকদের নিয়ে কাজ করেন, কোথাও শ্রমিক ইউনিয়নে জায়গা দেবেন না তাঁকে।’

এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নিসচার জেলা শাখা শনিবার একটি প্রতিবাদ বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, ‘নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ব্যক্তিস্বার্থে কোনকিছু করেননি। তাই তার বিরুদ্ধে এ ধরনের বক্তব্য প্রদান করলে এর বিরুদ্ধে দেশব্যাপী বুদ্ধিজীবি, অভিভাবক সমাজ, সুশীল সমাজ, সমাজ চিন্তাবিদ, ছাত্রজনতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কর্মীসহ সর্বস্তরের মানুষকে নিয়ে অতীতের মত তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘সড়ক পরিবহন আইন-২০১৮ প্রণয়ন বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করার পর এর গুরুত্ব বিবেচনা করে সকলের মতামতে তা প্রণয়নের নির্দেশ দেন। সকলের মতামতে আইনটি পরবর্তীতে জারি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের আইনটি সম্পর্কে সকলকে সচেতন হবার জন্য পরামর্শ দিয়েছেন। সুতরাং নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সম্পর্কে যে বিরূপ মন্তব্য করা হয়েছে তা কখনোই গ্রহণ করা যায় না।’

যারা বিবৃতি দেন তাদের মধ্যে রয়েছেন নিসচার রাজশাহী জেলা শাখার সভাপতি তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন, সহ-সাধারণ সম্পাদক মামুনার রশীদ, অর্থ বিষয়ক সম্পাদক বজলুর রশীদ লিটন, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক দেওয়ান একরামুল হক বাচ্চু, দপ্তর সম্পাদক একেএম জাহেদুল ইসলাম প্রমুখ।

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top