রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


এসএসসি বাংলা দ্বিতীয় পত্র মডেল


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২১ ২০:৪৩

আপডেট:
১১ জানুয়ারী ২০২১ ২০:৪৭

ফাইল ছবি

বাংলা দ্বিতীয় পত্র 

মডেল-০১

১।  কোনটি খাঁটি বাংলা স্ত্রীবাচক শব্দ?

  (ক) বৌদি     (খ) রজকী

 (গ) নবীনা     (ঘ) সন্তান 

২।  ‘বৃষ্টি আসে আসুক’—বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রাকশ করে?

    (ক) সাপেক্ষ ভাব    

  (খ) নির্দেশক ভাব

   (গ) আকাঙ্ক্ষা প্রকাশক ভাব  

    (ঘ) অনুজ্ঞা ভাব

৩। কোন গুচ্ছের সবগুলো ধাতু ‘চট্কা’ আদিগণের অন্তর্ভুক্ত?

    (ক) উপ্চা, মুচড়া      (খ) ছিটা, শিখা

    (গ) গাথ্, চাল       (ঘ) কচ্লা, ধম্কা 

৪।  ‘শবদাহ’ স্থলে ‘শবপোড়া’ ব্যবহার করলে ভাষা কোন দোষে দুষ্ট হয়?

    (ক) বাহুল্য দোষে         (খ) দুর্বোধ্যতা দোষে

    (গ) গুরুচণ্ডালী দোষে   (ঘ) উপমার ভুল প্রয়োগ 

৫।  ‘কোনোভাবেই যা নিবারণ করা যায় না’—এককথায় কী হবে?

    (ক) অদম্য         (খ) অনিবার্য

    (গ) দুর্দমনীয়      (ঘ) দুর্নিবার 

৬।  ‘মণিকাঞ্চনযোগে’—এর সমার্থক বাগধারা কোনটি?

    (ক) সোনায় সোহাগা      (খ) দহরম-মহরম

    (গ) শিরে সংক্রান্তি      (ঘ) কেতাদুরস্ত 

৭।  অর্থগতভাবে বাংলা ভাষার শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?

    (ক) দুই    (খ) তিন  (গ) চার   (ঘ) পাঁচ 

৮।  বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয়, তাকে কী বলে?

    (ক) মৌলিক ধাতু    (খ) সাধিত ধাতু

    (গ) নাম ধাতু        (ঘ) যৌগিক ধাতু 

৯।  অনুগামী সমুচ্চয়ী অব্যয় কোনগুলো?

    (ক) এবং, ও, আর        (খ) কিংবা, অথবা, নতুবা

    (গ) কিন্তু, পরন্তু, অথচ     (ঘ) যে, যদি, যেন

১০। কোনটি মিশ্র শব্দ?

    (ক) বাদশা-বেগম         (খ) হেড-মৌলভী

    (গ) চন্দ্র-সূর্য              (ঘ) চাকর-বাকর 

১১। ‘আগ্রহ’—অর্থে ‘মাথা’ শব্দের প্রয়োগ কোনটি?

    (ক) মাথা ব্যথা         (খ) মাথা ধরা

    (গ) মাথা দেওয়া         (ঘ) মাথা খাওয়া 

১২। ‘ঝ’ ধ্বনির উচ্চারণ স্থান কোনটি?

    (ক) ওষ্ঠ    (খ) কণ্ঠ   (গ) মূর্ধা    (ঘ) তালু

১৩। কোনটি ‘কোকিল’ শব্দের প্রতিশব্দ?

    (ক) অহি  (খ) ধেনু (গ) পিক   (ঘ) কুঞ্জর 

১৪। কোন শব্দটি ফারসি উপসর্গযোগে গঠিত?

    (ক) লাপাত্তা             (খ) বকলম

    (গ) আম দরবার      (ঘ) হর কিসিম 

১৫। ‘দেশের সকল আলেমগণ আজ উপস্থিত’—বাক্যটি কোন দোষে দুষ্ট?

    (ক) বাহুল্য দোষ    (খ) যোগ্যতা

    (গ) আকাঙ্ক্ষা       (ঘ) আসক্তি 

১৬। কোন বানানটি শুদ্ধ?

    (ক) বিভিষিকা      (খ) বিভীষিকা

    (গ) বিভিষীকা      (ঘ) বিভীষীকা 

১৭। ধ্বনি ব্যঞ্জনা বোঝাতে কোন দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে?

    (ক) ডেকে ডেকে হয়রান হয়েছি   

    (খ) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির

    (গ) বৃষ্টি পড়ে টাপুর টুপুর   

    (ঘ) ভয়ে গা ছম ছম করছে  

১৮। অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচন বাচক শব্দ কোনগুলো?

    (ক) মালা, রাজি, রাশি        (খ) গণ, বৃন্দ, বর্গ

    (গ) কুল, সকল, সব        (ঘ) গুলি, গুলা, গুলো 

১৯। কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ

    (ক) যত গর্জে তত বর্ষে না      

    (খ) মরি, মরি, কী সুন্দর প্রভাতের রূপ

    (গ) অতি ভক্তি চোরের লক্ষণ

    (ঘ) কেষ্টা বেটাই চোর 

২০। ‘আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে?’ এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?

    (ক) কর্তৃকারকে সপ্তমী     

   (খ) অধিকরণে সপ্তমী

    (গ) অপাদানে সপ্তমী      

    (ঘ) কর্মে সপ্তমী 

২১। নিচের কোন গুচ্ছ তদ্ভব শব্দ?

    (ক) চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র        

    (খ) আইন, আদালত, দারোগা, পুলিশ

    (গ) লাল, নীল, ভবন বাটি

    (ঘ) চোখ, নাক, কান মাথা 

২২। ‘মৃদু’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?

    (ক) হালকা   (খ) প্রবল   (গ) লঘু   (ঘ) গুরু 

২৩। নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ?

    (ক) কেমন খাওয়া হয়েছে?      

    (খ) তোমরা কখন এলে?

    (গ) তোমার নাম কী?     

    (ঘ) সে যেন আসে 

২৪। ধাতু বোঝাতে কোন চিহ্ন বসে?

    (ক) >   (খ) <     (গ)         (ঘ) — 

২৫। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?

    (ক) ৭টি    (খ) ৮টি    (গ) ৯টি    (ঘ) ১০টি  

২৬। কোনটি সন্ধির উদ্দেশ্য?

    (ক) শব্দের মিলন               (খ) বর্ণের মিলন

    (গ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন    (ঘ) শব্দগত মাধুর্য বৃদ্ধি

২৭। ‘এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি’—এ বাক্যটি কোন কালের উদাহরণ?

    (ক) ঘটমান বর্তমান কালের      

    (খ) পুরাঘটিত বর্তমান কালের

    (গ) নিত্যবৃত্ত বর্তমান কালের

    (ঘ) সাধারণ বর্তমান কালের 

২৮। কোন ক্ষেত্রে সাধারণত ‘ণ’ হয় না, ‘ন’ হয়?

    (ক) প্রত্যয় যুক্ত পদে           (খ) সমাসবদ্ধ পদে

    (গ) উপসর্গ যুক্ত পদে           (ঘ) বিভক্তি যুক্ত পদে 

২৯। বাংলা ভাষায় কোন ধ্বনিকে স্বরধ্বনি বলা চলে না?

    (ক) ঈ     (খ) ঊ   (গ) ঔ     (ঘ) ঋ 

৩০। কোনটি নিত্য সমাসের উদাহরণ?

  (ক) গৃহান্তর    (খ) প্রগতি   (গ) উদ্বেল     (ঘ) পঙ্কজ 

 

উত্তর : ১. ক ২. গ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. ক ৭. খ ৮. গ ৯. ঘ ১০. খ  ১১. ক ১২. ঘ ১৩. গ ১৪. খ

১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. ঘ ২২. খ ২৩. ক ২৪. গ ২৫. ঘ ২৬. গ ২৭. খ

২৮. খ ২৯. ঘ ৩০. ক।

 

সংকলন ও সম্পাদনায়: মো. গোলাম আরিফ

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।



আপনার মূল্যবান মতামত দিন:

Top