রাজশাহী বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২


চট্টগ্রামে করোনা আক্রান্ত শিশুর মৃত্যু


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২০ ১৭:১৩

আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ০৭:৫১

চট্টগ্রামে রোববার করোনা শনাক্ত প্রতিবন্ধী শিশুটি মারা গেছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি। মৃত ৬ বছর বয়সি শিশুটি পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।


সিভিল সার্জন বলেন, রাত আড়াইটায় ওই শিশুকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আনা হয়। পরে ৩টার দিকে তার মৃত্যু হয়। এখন নিয়ম অনুযায়ী তার দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে।


প্রসঙ্গত, করোনায় মৃতদের নগরের বায়েজিদ বোস্তামি এলাকার আরেফিন নগরের একটি কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

 

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top