রাজশাহী বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


বান্ধবীকে বাঁচাতে পানিতে ঝাঁপ শিশুর, বাঁচল না কেউই


প্রকাশিত:
২০ এপ্রিল ২০২০ ১৬:৩৪

আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ০৫:৩১

ভোলার মনপুরা উপজেলায় খালের পানিতে পড়ে যাওয়া বান্ধবীকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়েছে আরেক শিশু। অবশেষে দুই শিশুই খালের পানিতে ডুবে মারা গেছে বলে জানা গেছে।


রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।


মৃত শিশুরা হলো- উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো. জসিমের মেয়ে রাবেয়া (৫) ও একই ইউনিয়নের মো. করিমের মেয়ে সামিয়া (৭)।


স্থানীয় ইউপি সদস্য সিরাজ কাজী জানান, রোববার বিকালে শিশু দুটি অন্য শিশুদের নিয়ে বাড়ির পাশে খেলছিল।
সন্ধ্যা ঘনিয়ে এলে খেলা শেষে রাবেয়া খালে পা ধুতে যায়। এ সময় সে খালে পড়ে গেলে সামিয়া তাকে বাঁচাতে খালে লাফ দেয়। এতে খালের পানিতে দুই শিশুই ডুবে যায়।


খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন শিশু দুটির মরদেহ খালের পানিতে ভাসছে। পরে দুই শিশুর লাশ উদ্ধার করে খাড়িরখাল জামে মসজিদের পাশে জানাজা শেষে তাদের দাফন করা হয়।

 

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top