রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


স্ত্রীর যৌতুক মামলায় কারাগারে প্যানেল চেয়ারম্যান


প্রকাশিত:
৮ মে ২০২০ ০২:৪৪

আপডেট:
৮ মে ২০২০ ০২:৪৪

                            ফাইল ছবি

স্ত্রী নির্যাতনের মামলায় স্বামী কালীগঞ্জ উপজেলার কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাশেদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৭মে) ভোরে বারবাজার ফাঁড়ি পুলিশ তাকে আটক করে।

নির্যাতনের অভিযোগ এনে তার স্ত্রী গত বুধবার কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরদিন পুলিশ তাকে আটক করে।স্ত্রী নিশাত সুলতানা আফরীন লিখিত অভিযোগে জানান, তার স্বামী প্রায়ই যৌতুকের টাকার জন্য তার ওপর শারীরিক ও মানসিক চাপ দিতো।

কিন্তু গত ৫ মে স্ত্রী বাড়িতে সাংসারিক কাজ করার সময় রাশেদুল ইসলাম তার স্ত্রীকে ঘরে ডেকে নিয়ে টাকা ও স্বর্ণালঙ্কাকার চায়। কিন্তু তার স্ত্রী দিতে রাজি না হওয়ায় তাকে ঘরের মধ্যে মারধর করে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বারবাজার পুলিশ ফাঁড়ির আইসি এসআই শিকদার মনিরুল ইসলাম জানান, স্ত্রী নিশাত সুলতানা আফরীনের মামলায় তাকে আটক করা হয়েছে। যৌতুক ও টাকার জন্য নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়াতে বাধ্য হয়ে তার স্ত্রী মামলা করেন।

কালীগঞ্জ থানা পুলিশের ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, স্ত্রীর করা মামলায় তার স্বামী রাশেদুলকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি কাষ্টভাঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top