রাজশাহী শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার


প্রকাশিত:
১৩ মে ২০২০ ০৪:০২

আপডেট:
১৭ মে ২০২৫ ১০:০৭

ছবি: সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আব্দুস ছাত্তার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১২ মে) বিকেলে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ডাকুয়া গ্ৰামে এ ঘটনা ঘটে।

গ্রেফতার আব্দুস ছাত্তার উপজেলার কুপতলা ইউনিয়নের ডাকুয়া গ্ৰামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কুপতলা ইউনিয়নের ডাকুয়া গ্রামের আব্দুস ছাত্তার ডাকুয়ার কুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে নির্জন ঘরে নিয়ে ধর্ষণ করে।

ধর্ষণের কথা গোপন রাখতে ছাত্রীকে ভয়ভীতি দেখান ওই বৃদ্ধ। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ এসে অভিযুক্ত আব্দুস ছাত্তারকে গ্রেফতার করে। সেই সঙ্গে স্কুলছাত্রীকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে পাঠায় পুলিশ। গাইবান্ধা সদর থানা পুলিশের ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, ধর্ষক আব্দুস ছাত্তারকে গ্রেফতার করা হয়েছে।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top