রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


এক সঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিলেন গৃহবধূ


প্রকাশিত:
১৪ জুন ২০২০ ০৩:৪১

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১৮:৩৫

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ শহরের সেন্ট্রাল হসপিটাল নামক ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে এক সাথে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। শনিবার সকালে এই অপারেশন সম্পন্ন হয়।

নবীগঞ্জ উপজেলার রেখা আক্তার নামে গৃহবধূ এই সন্তানের জন্মদেন। রেখা আক্তার নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের দিনমজুর আব্দুল বাছেতের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. আরশেদ আলী সফলভাবে এই অপারেশন সম্পন্ন করেন। তিনি জানান মা ও তিন সন্তানই সুস্থ রয়েছে।

সেন্ট্রাল হসপিটালের ব্যবস্থাপক অসীম কুমার দেব জানান, শনিবার সকালে সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে। তিনটি ছেলে সন্তানের ওজন ছিল ২ কেজি। এই ওজন স্বাভাবিক এবং তারা সুস্থ আছে।

নবজাতকদের বাবা আব্দুল বাছেত বলেন, রেখার প্রসব ব্যথা উঠলে গ্রামের লোকজন এর সহযোগিতায় জেলা শহরের বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। এক সাথে তিন সন্তানের জন্ম হওয়ায় তিনি আনন্দ প্রকাশ করে বলেন, আমার অবস্থা ভাল না হলেও আল্লাই তাদের জীবিকার ব্যবস্থা করবেন।

 

 

আরপি / এমবি-৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top