রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


সাহেদ-মাসুদ ১০, তরিকুল সাত দিনের রিমান্ড


প্রকাশিত:
১৬ জুলাই ২০২০ ১৭:২১

আপডেট:
১৬ জুলাই ২০২০ ১৯:২৭

ছবি: সংগৃহিত

করোনাভাইরাস নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে করা মামলায় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

একইসঙ্গে সাহেদের অন্যতম সহযোগী গ্রুপটির এমডি ও র‌্যাবের করা মামলার ২ নম্বর আসামি মাসুদ পারভেজেরও ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া সাহেদের আরেক অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে তাদের রিমান্ড আবেদন করা হয়। ডিবির পুলিশ পরিদর্শক গাফফারুল আলম ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তিনি উত্তরা পশ্চিম থানায় করা প্রতারণা মামলাটির তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে সাহেদকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে নেয়া হয়। এরপর তার রিমান্ড আবেদন করা হয়।

গতকাল বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।

গ্রেপ্তারের পর গতকালই তাকে ঢাকায় আনে র‌্যাব। পরে রাতে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) হাজতখানায় রাখা হয়।

 

 

আরপি / এমবি-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top