রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত যাত্রীর কাছে উদ্ধার ৬০ সোনার বার


প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২০ ১৯:২২

আপডেট:
১৮ নভেম্বর ২০২০ ১৯:২৩

ফাইল ছবি

রাজধানীর হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম এগুলো আটক করে। উদ্ধার সোনার ওজন ৬ কেজি ৯০০ গ্রাম।


বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মাহফুজুর রহমান। বুধবার সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে এই সোনার বার উদ্ধার করা হয়।

তিনি জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ায়। সকালে দুবাই থেকে আসা EK-582 ফ্লাইটে যাত্রীর কাছ থেকে লুকানো অবস্থায় ৬০টি স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজন ৬ দশমিক ৯০০ কেজি এবং এর বাজারমূল্য আনুমানিক প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যস্থা নেয়া হচ্ছে এবং এ বিষয়ে এ কটি ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরপি/টিএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top