রাজশাহী সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


ভয়াবহ অগ্নিকান্ডে ১৮ ঘর পুড়ে ছাই


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৯:১১

আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ১৪:৫২

প্রতিকী ছবি

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ ঘর পুড়ে ছাই হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কোনাবাড়ী এলাকায় এমএম গার্মেন্টসসংলগ্ন জান্নাতুল ফেরদৌসের টিনশেড বাসাবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন জানান, সকালে কোনাবাড়ী এলাকায় এমএম গার্মেন্টসসংলগ্ন জান্নাতুল ফেরদৌসের টিনশেড বাসাবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো হয়।

আগুনে টিনশেডের ওই বাসাবাড়ির ১৮টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

আরপি / এমবি-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top