রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২

বাঘায় ইউএনও’র বাস ভবনে চুরির চেষ্টা; আটক এক


প্রকাশিত:
৬ জুন ২০২১ ০০:৪৪

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:৪৫

প্রতীকি ছবি

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাস ভবনে চুরির চেষ্টায় মোহাম্মদ আলী নামের এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (৫ মে) দুপুরে তাকে আটক করা হয়েছে।

জানা যায়, উপজেলার চক ছাতারী গ্রামের রুজদার আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫) দুপুরে দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবনের প্রধান ফটকের গ্রীল ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। এ সময় বাড়ির কেয়ারটেকার মর্জিনা বেগম চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতান বলেন,ঘটনায় সময় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম। খবর পেয়ে দেখি এক যুবককে আটক করে রাখা হয়েছে। পরে তাকে পুলিশকে দেয়া হয়েছে।

পুলিশ পরিদর্শক(ওসি)নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোহাম্মদ আলীকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে উপজেলা পরিষদের সিএ শফিকুল ইসলাম বাদি হয়ে চুরির চেষ্টায় তার বিরুদ্ধে মামলা করেছেন। 

 

আরপি/এসআর-০৬


বিষয়: বাঘা


আপনার মূল্যবান মতামত দিন:

Top