রাজশাহীর ৫ প্রধান শিক্ষকের আংশিক বেতন কেটে নেয়ার নির্দেশ

ত্রুটিপূর্ণ তথ্য দেওয়ায় কারণে রাজশাহীর পাঁচ প্রধান শিক্ষকের তিন মাসের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) কেটে নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি)। গত ২০ সেপ্টেম্বর মাউশির বেসরকারি মাধ্যমিক-৩ এর উপ-সচিব মো. কামরুল হাসান এক চিঠিতে এ নির্দেশ দিয়েছেন।
এই পাঁচ প্রধান শিক্ষক হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের মো. কামরুজ্জামান, রাজশাহী কোর্ট একাডেমির শফিকুল ইসলাম, বাগমারা উপজেলার বাগন্না উচ্চ বিদ্যালয়ের ফরহাদ আলী, একই উপজেলার বাইগাছা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের মকবুল হোসেন প্রামানিক এবং রাজশাহী নগরীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মাওলা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১২ জুন জারি করা এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে কিছু নতুন পদ সৃষ্টি করা হয়েছিল। এসব পদে নিয়োগে মন্ত্রণালয় আলাদা আদেশ জারি করবে। এসব পদ নবসৃষ্ট পদ নামে বহুল পরিচিত।
এসব প্রতিষ্ঠান প্রধান আদেশ জারির আগেই দ্বিতীয় চক্রে শিক্ষক নিয়োগের চাহিদা হিসেবে সে পদগুলোকে শূন্য দেখিয়েছিলেন। ফলে সুপারিশ পাওয়া প্রার্থীরা এমপিওভুক্ত হতে পারছিলেন না।
এসব জটিলতার মূলে ছিলেন শূন্যপদের ভুল তথ্য পাঠানো প্রতিষ্ঠান প্রধানরা। এ কারণে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে মাউশি।
আরপি / এমএএইচ-১৩
বিষয়: বেতন কেটে নেয়ার নির্দেশ ৫ প্রধান শিক্ষক আংশিক বেতন রাজশাহী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) মাউশি
আপনার মূল্যবান মতামত দিন: