রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


চাঁদ থেকে পাথর আনতে চীনের অভিযান ‍শুরু


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২০ ১৬:৫৯

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১১:০৯

ছবি: সংগৃহিত

চাঁদ থেকে পাথর ও ধ্বংসাবশেষ আনতে মঙ্গলবার প্রথমবারের মতো সফলভাবে মনুষ্যবিহীন মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন।

মহাকাশযানটি এক প্রাচীন চীনা চন্দ্রদেবীর নামানুসারে নাম রাখা হয়েছে ‘চ্যাং’ই ফাইভ’ এবং এটি এখন পর্যন্ত দেশটির সবচেয়ে সাহসী চন্দ্রাভিযান। এই মিশনটি সফল হলে চীনের মহাকাশ বিষয়ে গবেষণা ব্যাপকভাবে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি মঙ্গল থেকে নমুনা আনার বা চাঁদে অভিযানের পথকে আরও সুগম করতে পারে।

চীনের দক্ষিণের প্রদেশ হাইনানের ওয়েনচ্যাং থেকে সবচেয়ে বড় রকেট লং মার্চ ৫ থেকে পাঠানো হয়েছে মহাকাশযানটি।

যুক্তরাষ্ট্র, রাশিয়ার পর চীনই হবে বিশ্বের তৃতীয় দেশ, যারা চাঁদ থেকে পাথর আনবে। মহাকাশযান সাধারণত চাঁদে পৌঁছাতে তিনদিন সময় নেয়। 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top