রাজশাহীর কাটাখালীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষ
পুরোপুরি জ্ঞান ফেরেনি সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া পাভেলের
রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ ১৭ জন মারা যান। শুধু বেঁচে যায় পাভেল ইসলাম (১৭) নামের একমাত্র যাত্রী। তিনি এখনও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা বলছেন, পাভেলের শারীরিক অবস্থা পূর্বের চাইতে কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও তার পুরোপুরি জ্ঞান ফেরেনি। গত ২৬ মার্চ দুর্ঘটনার পর থেকেই পাভেল রামেক হাসপাতালের আইসিইউতে আছে। দুর্ঘটনার পর মাইক্রোবাসে আগুন ধরে গেলে পাভেলের মা-বাবাসহ ১৭ জন প্রাণ হারিয়েছেন।
নিহত সবাই রংপুরের বাসিন্দা। রংপুরের পীরগঞ্জ থেকে তারা পিকনিক করতে রাজশাহী শহর হয়ে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার জন্য আসছিলেন। কিন্তু রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালীতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। কাটাখালী থানার ঠিক গেটের সামনে এ দুর্ঘটনা হওয়ায় সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে পুরো ভিডিওটি।
রামেক হাসপাতালের আইসিইউ’র ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, পাভেলকে ডাকলে সাড়া দিচ্ছে। হাত-পা নাড়াচ্ছে। কিন্তু চোখ খুলতে পারছে না। তার জ্ঞান এখনও পুরোপুরি ফেরেনি। পাভেলের বর্তমান যে শারীরিক অবস্থা তাকে ‘সেমি কনসাস’ বলা হয়।
পাভেলের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার দারিকাপাড়া গ্রামে। তিনি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। বাড়িতে এখন তার শুধু ছোট এক বোন আছে। হাসপাতালে কয়েকজন আত্মীয়-স্বজন পাভেলের কাছে আছেন তার দেখভালের জন্য।
আরপি / এমবি-৭
আপনার মূল্যবান মতামত দিন: