রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২

রাজশাহীতে করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু


প্রকাশিত:
৪ এপ্রিল ২০২১ ০১:০১

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১১:০১

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শামীমা ফেরদৌস শিমুল (৪৭) মারা গেছেন। শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা আক্রান্ত হয়ে গত ২৯ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন শামীমা ফেরদৌস। শনিবার সকালে তিনি আইসিইউতে মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

রাকাবের জনসংযোগ কর্মকর্তা জামিল হোসেন জানান, শামীমা ফেরদৌস শিমুল রাকাবের মনিটরিং বিভাগের এজিএম ছিলেন। রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন তিনি। সর্বশেষ ২৬ মার্চ বিকালে স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শামীমা ফেরদৌস। এরপর তিনি আর অফিসে যেতে পারেননি।

আরপি / এমবি-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top