রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২

রাজশাহীতে নগদ অর্থসহ ১৫২ লিটার দেশি মদ উদ্ধার


প্রকাশিত:
১১ এপ্রিল ২০২১ ২২:০৫

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১২:১১

ছবি: সংগৃহীত

পৃথক দুই অভিযানে নগদ ২১ হাজার ৯০ টাকাসহ ১৫২ লিটার দেশি মদ উদ্ধার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। অভিযানে অলোক রায় (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

শনিবার (১০ এপ্রিল) রাত ৯টায় মহানগরীর বোয়ালিয়া থানার গোপীনাথ মন্দির ফুদকীপাড়া এলাকা ও রাত সাড়ে ৮টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও ১৫২ লিটার দেশি মদ জব্দ করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গত ১০ এপ্রিল রাত ৯টার দিয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার গোপীনাথ মন্দির ফুদকীপাড়া এলাকায় অভিযান চালিয়ে অলোক রায়কে ৫০ লিটার দেশীয় বাংলা মদ এবং মদ বিক্রির নগদ ২১ হাজার ৯০ টাকাসহ আটক করা হয়। আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০২ লিটার দেশি চোলাই মদ উদ্ধার করা হয়। অভিযানের খবর টের পাওয়ায় ঘটনায় জড়িত আসামি আগেই পালিয়ে যান। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার আরিফিন জুয়েল বলেন, ‘তাদের বিরুদ্ধে মাদক ও চোরাচালান আইনে মাললা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী অলোক রায়কে আজ দুপুর ২টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আরপি / এমবি-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top