রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২

রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২১ ০৩:১৩

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১৪:৩৬

ছবি: সংগৃহীত

রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (২৫ এপ্রিল) রাজশাহীতে ৪১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

এর আগে গত ২০ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এর আগে ২০১৯ সালে রাজশাহীতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে দেখা গেছে, দেশের প্রায় সবখানেই রোদের তীব্রতা বেড়েছে। রোববার রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। শ্রীমঙ্গল অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে। যার এলাকা আরও বিস্তৃত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top