রাজশাহী রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২

দুর্গাপুর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন : মিজান মাহী সভাপতি, ফরিদ সম্পাদক


প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২০ ০১:৫৭

আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ১৩:২৮

সভাপতি মিজান মাহী, সম্পাদক ফরিদ আহমেদ আবির

রাজশাহীর দুর্গাপুর মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সোনালী সংবাদের প্রতিনিধি মিজান মাহী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক গণকন্ঠের প্রতিনিধি ফরিদ আহমেদ আবির।

মঙ্গলবার (১৭নভেম্বর) সন্ধ্যায় দুর্গাপুর মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আজাহারুল ইসলাম বলবুল। এসময় ক্লাবের সকল সদসগণ উপস্থিত ছিলেন।

সভায় সকলের সিদ্ধান্তক্রমে পুনরায় মিজান মাহীকে সভাপতি ও ফরিদ আহমেদ আবিরকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মায়া (দৈনিক বাংলাদেশ সময়), সহ-সভাপতি গোলাম কিবরিয়া (রাজশাহী সংবাদ), তুষার আহমেদ (বাংলাদরশ সমাচার), হাফিজুর রহমান (বিডিসি ক্রাইম), যুন্ম সম্পাদক মশিউর রহমান (বাংলাদেশ বুলেটিন), সাংগঠনিক সম্পাদক: রিতা আহমেদ (দেশকাল) অর্থ বিষয়ক সম্পাদক: মমিন ইকবাল (অনলাইন নিউজ পোর্টাল দেশবার্তা), প্রচার সম্পাদক মাহাবুব আলম (দৈনিক মাতৃছায়া) দপ্তর সম্পাদক আসাদুজ্জামান সুমন আহমেদ (অনলাইন পোর্টাল নির্ভীক সংবাদ) এছাড়া পাঁচ জনকে কার্যনির্বাহী সদস্য মনোনীত করা হয়। তারা হলেন- ফিরোজ আহমেদ, আব্দুল্লাহ, নেহাল খান, নওশাদ আলী, সাজ্জাদ হোসেন।

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top