রাজশাহী রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২

এক মাস পর রাজশাহী বিভাগে করোনায় ২ জনের মৃত্যু


প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২০ ১৮:৫৬

আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ১৩:২৫

ফাইল ছবি

এক মাস পর রাজশাহী বিভাগে করোনাভাইরাসে একদিনে দুইজনের মৃত্যু হয়েছে। গত সোমবার বিভাগের বগুড়ায় এ দুইজনের মৃত্যু হয়।

এর আগে গত ১৮ অক্টোবর বিভাগে তিনজনের মৃত্যু হয়েছিল। এরপর বিভাগে একদিনে একজনের বেশি মৃত্যু হয়নি। তবে গত সোমবার বগুড়ায় একদিনে দুইজন করোনা রোগীর মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে এখন মোট মৃতের সংখ্যা বেড়ে ৩২৭ জনে দাঁড়াল।

মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ১৯৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২২ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৪ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার বিভাগে নতুন ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ৩২ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৭৯৬ জন। এদের মধ্যে ২০ হাজার ২৫৪ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৫৫৭ জন।

আরপি/ এআর


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

Top