রাজশাহী রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২

গোদাগাড়ীতে পিএফজি'র মাসিক ফলোআপ মিটিং অনুষ্ঠিত 


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২০ ০২:৩১

আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ১৮:০০

মাসিক ফলোআপ মিটিংয়ে অতিথিবৃন্দ

`সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় ও পিচ ফ্যাসিলেটেটর গ্রুপ (পিএফজি) গোদাগাড়ীর আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা বিআরডিবি হল রুমে মাসিক ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্ট (পিচ ফ্যাসিলেটেটর গ্রুপ ,পিএফজি) গোদাগাড়ী কো-অর্ডিনেটর সাংবাদিক শামসুজ্জোহা বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস।

এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, পিচ ফ্যাসিলিটেটর গ্রুপ রাজশাহী জেলা নেটওয়ার্কের যুগ্ম সমন্বয়ক এডভোকেট আব্দুস সামাদ, নির্বাহী সদস্য অধ্যাপক আশরাফুল হক তোতা, পৌর আওয়ামী যুবলীগ সভাপতি অধ্যাপক আকবর আলী, গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির তোতা প্রমুখ।

ফলোআপ মিটিংয়ে স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী জেলা ফ্যাসিলিটেটর আল আমীন মিয়া। অনুষ্ঠান শেষে পূর্বের কমিটি বহাল রেখে নতুন কমিটি গঠন করা হয়।

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top