বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চারঘাটে বিক্ষোভ
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ ডিসেম্বর) বিকাল ৪টায় চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চার মোড়ে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, জেলা আ'লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-মামুন তুষার, সাধারণ সম্পাদক রায়হানুল হক রানাসহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বিএনপি-জামায়াতসহ পাকিস্তানি দোসররা। জাতির জনকের প্রতি কোনো অসম্মান করা হলে কাউকেই ছাড় দেয়া হবে না।
আরপি/এসকে
আপনার মূল্যবান মতামত দিন: