আড়ানী পৌর নির্বাচন
২ মেয়রসহ ৩৭ প্রার্থীর মনোনয়ন উত্তোলন
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনে মেয়র পদে ২ জনসহ সাধারণ ও সংরক্ষিত আসনে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন। বুধবার অফিস চলাকালীন এই মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে বলে নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।
মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন সাবেক মেয়র ও আড়ানী পৌর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম ও আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পি।
বুধবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নজরুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র তুলেন।
এদিকে আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পি নিজ দলের নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র উত্তোলন করেন।
এদিকে সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে মনোনয়নপত্র তুলেন ৩৭ জন। এরমধ্যে ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭ জন ও নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়ণপত্র উত্তোলন করেন।
এ বিষয়ে উপজেলা সহকারি রিটার্নিং অফিসার মুজিবুল আলম জানান, আগামী ১৬ জানয়ারী নির্বাচন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাছাই-বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৮৪। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৭৮ ও নারী ভোটার ৭ হাজার ১০৬।
আরপি/এসকে
আপনার মূল্যবান মতামত দিন: